পাবনা কারিগরি প্রশিক্ষণ কেন্ত্র(টিটিসি) তে অতিথি প্রশিক্ষক(Gust Instructor/রিসোর্স পারসন) ও অতিথি স্কীল্ড ওয়ারকার (Gust Skilled Worker) রিসোর্স পুল গঠনের লক্ষ্যে রেস্ট্রিশন চলছে। আগামী 14/10/2023 খ্রিঃ তারিখে মধ্যে এই Click Here লিংকে গিয়ে ফরমটি সঠিক ভাবে পূরণ করে সাবমিট করতে হবে। পরবর্তি মোবাইলে বা ই-মেলে স্বাক্ষাতকারের তারিখ এবং সময় জানিয়ে দেওয়া হবে। স্বাক্ষাতকারের দিন সকল কাগজপত্রের সত্যায়িত ও মূল কপি সংগে আনতে হবে।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস