Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

শিরোনাম
জাপানে কর্মসংস্থান বিষয়ক অন-লাইন সেমিনার
বিস্তারিত
সু-খবর! সু-খবর!! সু-খবর!!!
পাবনা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র(টিটিসি) দেশের শিক্ষিত বেকার যুব সমাজকে দক্ষতা এবং ভাষা প্রশিক্ষণের মাধ্যমে দশে-বিদেশে কর্মসংস্থানের ব্যবস্থা করে থাকে। এরই অংশ হিসাবে জাপানে বাংলাদেশীদের ব্যাপক কর্মসংস্থানের সুযোগ কাজে লাগানোর উপায় হিসাবে এক অন-লাইন সেমিনারের আয়োজন করতে যাচ্ছে। উক্ত সেমিনারে জাপান থেকে অংশগ্রহন করবেন জনাব মোঃ জয়নাল আবেদীন, প্রথম সচিব(শ্রম), শ্রম উইং জাপান। আরো উপস্থিত থাকবেন পাবনা টিটিসি থেকে জাপানে কর্মরত দুই জন টেনিক্যাল ইন্টার্ন। উক্ত অনলাইন সেমিনারে অংশগ্রহণ করতে https://forms.gle/CehaueVaAokX5hLZ8 এই লিংকে রেজিষ্ট্রেশন করতে হবে। অনÑলাইন সেমিনারটি সকাল-১০:০০টা থেকে শুরু হবে। তারিখ, বার, জুম আইডি, পাসওয়ার্ড এবং লিংক মোবাইলে এসএমএস বা ই-মেইলে পাঠানো হবে। (বি. দ্র: যারা প্রকৃত ইচছুক শুধুমাত্র তারাই রেজিষ্ট্রেশন করবেন)
ডাউনলোড
প্রকাশের তারিখ
09/03/2023
আর্কাইভ তারিখ
24/03/2023